ঢাকা-জয়দেবপুর রুটে দুই জোড়া নতুন কমিউটার ট্রেন চালু

|

যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর রুটে চালু হলো ৪ জোড়া নতুন কমিউটার ট্রেন। আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে জয়দেবপুর স্টেশন থেকে সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

নতুন ট্রেন চালুর খবরে সকাল থেকেই স্টেশনে ছিলো যাত্রীদের উপচে পড়া ভিড়। উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।

তারা বলেন, এই ট্রেনগুলোর কল্যাণে গাজীপুরের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সহজ হবে। এর আগে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপদেষ্টা জানিয়েছিলেন, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় করেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পরে কমিউটার ট্রেনে করে জয়দেবপুর থেকে ধীরাশ্রম স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন তিনি।

এছাড়া, ২৬ মার্চ নাগাদ ঢাকা-নরসিংদী এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে বলেও জানিয়েছেন রেল উপদেষ্টা।

এর আগে, গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা-জয়দেবপুর রুটের ট্রেনের সময়সূচি ঘোষণা করে রেলওয়ে। তাতে বলা হয়, তুরাগ কমিউটার-১ ভোর ৫টায় ঢাকা থেকে ছেড়ে ৬টা বাজে জয়দেবপুর পৌঁছাবে। ট্রেনটি বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-১ ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ৬টা ২৫ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে। এই ট্রেনটি তেজগাঁও, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-৩ সকাল ১১টায় ঢাকা থেকে ছাড়বে। ট্রেনটি বেলা ১২টা বাজে জয়দেবপুর পৌঁছাবে। পথিমধ্যে ট্রেনটি তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। তুরাগ কমিউটার-৩ বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৪০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে। যাত্রাপথে ট্রেনটি তেজগাঁও, বনানী, বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম থামবে।

এদিকে, জয়দেবপুর থেকে তুরাগ কমিউটার-২ সকাল সাড়ে ৬টার ছেড়ে ৭টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ট্রেনটি তেজগাঁও, বনানী, বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-২ সকাল ৭টা ১০ মিনিটে জয়দেবপুর থেকে ছেড়ে ৮টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-৪ বেলা ১২টা ৩০ মিনিটে জয়দেবপুর থেকে ছেড়ে দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছবে। পথিমধ্যে ট্রেনটি তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। সবশেষ তুরাগ কমিউটার-৪ রাত ৯টা ৪৫ মিনিটে জয়দেবপুর থেকে ছেড়ে রাত ১১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছবে। ঢাকায় আসার সময় ট্রেনটি তেজগাঁও, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।

/এমএইচ/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply