যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজের বিরুদ্ধে করা মানহানির মামলার জেরে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৫ ডিসেম্বর) এবিসি নেটওয়ার্কের সাথে আপোস রফা হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। জরিমানার বিনিময়ে মামলা তুলে নিতে রাজি হন ট্রাম্প।
চুক্তি মোতাবেক মামলার ফি বাবদও অর্থ দেবে সংবাদ নেটওয়ার্কটি। পাশাপাশি দুঃখপ্রকাশ করে বিবৃতি দেবে। প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন এন্ড মিউজিয়াম এর তহবিলে এ জরিমানার অর্থ যাবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১০ মার্চ এক কংগ্রেস সদস্যকে ট্রাম্পের প্রতি সমর্থন নিয়ে আক্রমনাত্মক কথা বলেন এবিসির তারকা উপস্থাপক জর্জ স্টেফানো পুলাস। বেশ কয়েকবার বলেন, ধর্ষণের ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। যদিও তা সত্য নয়। এর আগে, গত বছর ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করা হয় এক আদালতে।
/এমএইচ
Leave a reply