সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পাবেন মহার্ঘ ভাতা

|

সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

তিনি বলেন, এরইমধ্যে এই ভাতা দেয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের দুইধাপে মহার্ঘ ভাতা দেয়া হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে ভাতা নির্ধারণ করা হবে। নিত্যপণ্যের দাম বিবেচনা করে মহার্ঘ ভাতা দেয়ার বিষয়টি সময়োপযোগী। পেনশন ভোগীরাও এই সুযোগ পাবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে গঠিত কমিটির সুপারিশ অনুসারে এটি বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া প্রতিবেদন অনুযায়ী নির্দেশনা আসলে একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রসঙ্গত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারণে দেয়া বিশেষ ভাতাকে মহার্ঘ ভাতা বলে। এই ভাতা চালু হলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মূল বেতনের সাথে আলাদা আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। বিশেষ পরিস্থিতিতে এই ভাতা দেয়া হয়ে থাকে। মূল বেতন, বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতার ওপর মহার্ঘ ভাতার কোনো প্রভাব পড়বে না।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply