‘টেস্ট থেকে সরে দাঁড়ালে সীমিত ওভারে আরও ভালো করবেন বুমরাহ’

|

একজন বিশ্বের সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর ফাস্টবোলারদের অন্যতম। বাউন্ডারি লাইনের গা থেকে বল হাতে তাঁর দৌড় দেখেই ঘাম ঝরে যেত ব্যাটারদের। তিনি, শোয়েব আখতার। অন্যজন বর্তমান ক্রিকেটবিশ্বের সেরা পেসার। তাকে খেলতে গিয়ে বিপাকে পড়েন বিশ্বের সেরা ব্যাটাররাও। তার বলের গতি, নিখুঁত ইয়র্কার, রিভার্স স্যুইং ব্যাটারদের কাছে আতঙ্কের। সে, জাসপ্রিত বুমরাহ। এবার বুমরার জন্য পরামর্শের ডালি সাজিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০-র বেশি উইকেট রয়েছে বুমরাহর। সব ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা বোলার বলা হয় তাঁকে। তবে ক্রিকেট ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করার জন্য বুমরাকে টেস্ট থেকে সরে দাড়ানোর পরামর্শ দিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

শোয়েব আখতার বলেন, টেস্ট ক্রিকেটে অনেক দীর্ঘ স্পেলে বোলিং করতে হয়, ফলে ব্যাটাররা অ্যাটাক করে না খুব একটা। তাই লাইন লেংথটা সেখানে অতটা প্রভাব ফেলে না। সেখানে আপনার দরকার উচ্চ গতি। তবে সে যদি টেস্ট ক্রিকেট চালিয়ে নিতে চায়, তবে তার গতি আরও বাড়াতে হবে। আমি যদি তার জায়গায় থাকতাম, আমি শর্টার ফরম্যাটেই নিজেকে আটকে রাখতাম।

হঠাৎ করে বুমরাহকে কেন ই বা এমন পরামর্শ দিলেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এই পেসার এর পেছনে অবশ্য যুক্তিও দেখিয়েছেন শোয়েব আখতার।

তিনি বলেন, দুটি সংক্ষিপ্ত ফরম্যাটে ওয়ানডে ও টি-টোয়েন্টি তে বুমরাহ খুব দুর্দান্ত বোলার। কারণ সে লেংথটা খুব ভালো জানে। আমি মনে করি সে ডেথ ওভারে অসাধারণ। পাওয়ার প্লেতে সে দু’দিক থেকেই বল সুইং করাতে পারে। আমার মতে ক্যারিয়ার লম্বা করতে চাইলে এই দুই ফরমেটেই খেলা উচিত।

এখন পর্যন্ত ৪২টি টেস্টে ১৮৫ উইকেট শিকার করেছেন বুমরাহ। তার সামর্থ্য স্বীকার করে নিয়েই টেস্ট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন শোয়েব আখতার।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply