ইউরোপিয়ান ফুটবলবের টপ ফাইভ লিগে জয়বঞ্চিত হয়েছে স্ব স্ব লিগ জায়ান্টরা। রিয়াল মাদ্রিদের জন্য ছিলো দুর্ভাগ্যের রাত। লা লিগায়, রোমাঞ্চকর ম্যাচে ভায়াকানোর সাথে ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে, প্রিমিয়ার লিগে জটার গোলে শেষ রক্ষা লিভারপুলের। ফুলহ্যামের বিপক্ষে দু’দফা পিছিয়েও ২-২ গোলে ড্র করেছে আর্না স্লটের দল। আবারও পয়েন্ট খুইয়ে বিপাকে আর্সেনাল। এভারটনের বিপক্ষে গানারদের গোলশুন্য ড্র। বুন্দেসলিগায় হেরেছে বায়ার্ন।
ভায়াকানোর মাঠে, অতীত ইতিহাস সুখকর ছিলো না রিয়াল মাদ্রিদের। সবশেষ চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট খোয়ায় দলটি। আবারো সেই হতাশা গ্রাস করলো লস ব্লাঙ্কোসদের।
ম্যাচের ৪ মিনিটেই, লোপেজের গোলে এগিয়ে যায় ভায়াকানো। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবদুল মুমিন। তখনও হাল ছাড়তে নারাজ রিয়াল। আক্রমণাত্মক ফুটবলের দ্রুতই ফল পায় সফরকারীরা। ৩৯ মিনিটে, ব্যবধান কমান ফরোয়ার্ড ভালভের্দে। প্রথমার্ধের শেষ মিনিটে বেলিংহামের দুর্দান্ত এক হেডে সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরে রিয়াল। লিডও পেয়ে যায় রদ্রিগোর গোলে। কিন্তু, বিধিবাম। সেই আনন্দ ছিলো ক্ষণস্থায়ী। ভায়াকানো সমতায় ফেরে পালাজোনের গোলে। দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেও ৩–৩ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয়, লস ব্লাঙ্কোসদের।
প্রিমিয়ার লিগে, ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ফুলহ্যাম। ১১ মিনিটে, লিভারপুলের জালে বল জড়ান পেরেইরা। ৬ মিনিটের ব্যবধাণেই রবার্টসন লাল কার্ড খেলে; ১০ জনের দলে পরিণত হয় অলরেডরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই, দূর্দান্ত হেডে গোল শোধ করেন গাকপো। এদির, নিজ মাঠেই ম্লান ছিলো আর্না স্লটের শিষ্যরা। সেই সুযোগ কাজে লাগিয়ে আবারো লিডে যায় ফুলহ্যাম। ম্যাচের ৭৬ মিনিটে মুনিকের পায়ের টোকা খুজে নেয় জালের ঠিকানা। ম্যাচের বাকি মাত্র ৪ মিনিট। লিভারপুল যখন হারের পথে, তখনই ত্রাতা হয়ে আসেন জটা। শেষ মুহূর্তে তার গোলেই হার এড়ায় অল রেডরা।
বল দখলে আধিপত্য ধরে রাখলেও, আক্রমণে সেভাবে জ্বলে উঠতে পারেনি আর্সেনাল। এভারটনের রক্ষণভাগের সামনে খেই হারাচ্ছিলো গানারদের আক্রমণ। বিরতির পরও, ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা ছিলো আর্সেনালের। কিন্তু, নেই গোলের দেখা। ১৩টি শট নিলেও, ৫টি ছিলো লক্ষ্যে। শেষতক, জয় পেতে ব্যর্থ হয় গানাররা।
বুন্দেসলিগায় মেইনজের কাছে ২-১ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে আগেই জোড়া গোলে পিছিয়ে পরে চ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ দিকে লেরয় সানের একমাত্র গোলে কেবলমাত্র ব্যবধানই কমাতে পেরেছে বাভারিয়ানরা। অপরদিকে, ইতালিয়ান লিগ সিরিআ’ তে ভেনেজিয়ার সাথে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস।
/এমএইচআর
Leave a reply