বাউফল করেসপনডেন্ট:
পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে শ্রমিকলীগের নেতার উপস্থিতি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপির একটি কার্যালয় উদ্বোধন করা হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম। এসময় অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত একাধিক বিএনপি নেতা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার খুনি ফ্যাসিবাদী পতিত আওয়ামী সরকারের একটি অঙ্গসংগঠনের প্রথম শ্রেণির নেতা বিএনপি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি লজ্জাজনক। সবচেয়ে পরিতাপের বিষয় তাকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে এবং তিনি স্টেজে অতিথিদের পাশেই বসেছিলেন। সভায় উপস্থিত কয়েকজন তাৎক্ষনিক প্রতিবাদ জানিয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম ফয়সাল যমুনা নিউজকে জানান, সাংগঠনিক নির্দেশনা মোতাবেক এ ঘটনায় দায়ী সকল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বাউফল উপজেলা ও পটুয়াখালী জেলা বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করবেন তিনি। বিষয়টি জাতীয়তাবাদী দল বিএনপি ও তারেক রহমানের সাথে বেইমানীর শামিল বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে মদনপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, আসর নামাজ শেষে যখন মিলাদ হয়েছে, তখন অন্যান্য মুসুল্লিদের সাথে তিনি ঢুকে গিয়েছিলেন। তাকে দাওয়াত করা হয়নি।
অতিথিদের পাশেই কীভাবে বসলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা শুধুমাত্র মিসটেইক, এছাড়া অন্যকিছু না। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হইছে।
/এটিএম
Leave a reply