গুরুতর অসুস্থ বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। অবস্থার অবনতি হওয়ায় রোববার (১৫ ডিসেম্বর) আমেরিকার সান ফ্রান্সিসকো শহরের এক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
৭৩ বছর বয়সী জাকির হোসেন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
একই সময়ে কলকাতার একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জাকির হোসেনের। শারীরিক অসুস্থতার জন্য অনুষ্ঠানটি বাতিল করা হয়। বিশ্বজোড়া তাঁর অসংখ্য অনুরাগী রয়েছে।কিংবদন্তি এই তবলাবাদকের সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে অনুরাগীদের প্রার্থনা করতে অনুরোধ জানানো হয়েছে।
জাকির হুসেনের পরিবার সংবাদমাধ্যমকে তবলাবাদকের শারীরিক অসুস্থতার কথা প্রথম জানান। একটি বিবৃতিতে বলা হয়, তবলাবাদক, সংগীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা ওস্তাদ আল্লা রাখার পুত্র ওস্তাদ জাকির হুসেন অসুস্থ। পরিবার তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, ১৯৫১ সালে ভারতের মুম্বাইয়ে জন্ম ওস্তাদ জাকির হুসেনের। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। মাত্র সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি।
বাংলাদেশে হওয়া উচ্চাঙ্গ শাস্ত্রীয় সংগীত উৎসবে নিয়মিত তাকে পাওয়া গেছে।
/এএস
Leave a reply