তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন সৌম্য সরকার। এছাড়া ১৩ বলে ২৭ রানের এক ঝড়ো ইনিংস খেলেন শামীম পাটোয়ারী।
সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আরনোস ভ্যাল গ্রাউন্ডে মুখোমুখি হয় দু’দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক রোভম্যান পাওয়েল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই খেই হারায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় সফরকারীরা। ওপেনার তানজিদ তামিম আউট হন মাত্র ৬ রান করে। ক্রিজে আসেন লিটন দাস। তার ব্যাট হাসেনি এদিন। শূন্য রানে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।
সৌম্য-জাকের আলী মিলে গড়েন ইনিংসের সর্বোচ্চ ৫৭ রানের জুটি। ব্যক্তিগত ২৭ রানে জাকের আলী আউট হলে মাহেদি হাসানের সাথে বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ হন সৌম্য। ব্যক্তিগত ৪৩ রানে ম্যাককয়ের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
১৫ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৯৫। বাংলাদেশের স্কোর সেখান থেকে ১৪০ পেরুবে এমন বাজি ধরার লোক ছিল কম। সেখান থেকেই বেশ একটা ঝড় তুলেছেন শামীম পাটোয়ারী। ১ বছর পর জাতীয় দলে ফিরে দারুণ এক ইনিংসই উপহার দিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। তিন ছক্কা আর ১ চারের মার এসেছে তার ১৩ বলের ইনিংস থেকে।
শামীম-মাহেদি মিলে বাংলাদেশের স্কোর ১৪০ পার করতে সাহায্য করেছেন। শামীম যখন আউট হয়েছেন তখনও ইনিংসে বাকি এক বল। শেষ বল থেকে রিশাদ হোসেন নিলেন দুই রান। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ থেমেছে ১৪৭ রানে।
স্বাগতিকদের পক্ষে ২টি করে উইকেট তুলে নিয়েছেন আকিল হোসেন ও ওবেদ ম্যাককয়।
/এমএইচআর
Leave a reply