ম্যানসিটির দুঃসময় কাটছেই না। রাতে ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের কাছে হেরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। এ নিয়ে সবধরনের প্রতিযোগিতায় শেষ ১১ ম্যাচে ৮ম হারের লজ্জা পেল সিটি। যদিও ডার্বিতে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে শুরুতে লিড নিয়েছিল সিটিজেনরাই।
ম্যাচের ৩৬ মিনিটে কর্নার থেকে সৃষ্ট আক্রমণে সিটিকে এগিয়ে দেন ডিফেন্ডার ভার্ডিওল। খারাপ সময়ে ডার্বি জয়ের সুবাস যখন পাচ্ছিল সিটি সমর্থকরা। তবে ১ মিনিট ৫৫ সেকেন্ডেই বদলে যায় সবকিছু। ৮৭ মিনিট পর্যন্ত ম্যানচেস্টার ডার্বিতে ১-০ গোলে পিছিয়ে থাকা ইউনাইটেড প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে ইতিহাদ থেকে জয় নিয়ে ফিরল ওল্ড ট্রাফোর্ডে। লিগে হারের হ্যাটট্রিকের শঙ্কায় পেয়ে বসা দলটি জিতেছে ব্রুনো ফার্নান্দেজ ও আমাদ দিয়ালোর গোলে।
৩৬ মিনিটে ইওস্কো গাভারদিওলের গোলে পিছিয়ে পড়া ইউনাইটেড সমতায় ফেরে ফার্নান্দেজের পেনাল্টি গোলে ৮৮ মিনিটে। ম্যাথিউস নুনেসের ভুলে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন আমাদ। বাঁ-প্রান্ত দিয়ে যখন তিনি পেনাল্টি বক্সে ঢুকলেন সামনে শুধু সিটি গোলরক্ষক এডারসন। ভুলের প্রায়শ্চিত্ত করতেই কিনা দৌড়ে এসে আরও বড় ভুল করে বসলেন নুনেস। আমাদকে স্লাইড করে ফেলে দিলেন। তাতে বাজল পেনাল্টির বাঁশি। আর সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করলেন না ফার্নান্দেজ।
২ মিনিট যেতে না যেতেই আবার গোল ইউনাইটেডের। লিসান্দ্রো মার্তিনেজের দারুণ এক পাস ধরে বুটের ডগা দিয়ে এডারসনের ওপর দিয়ে গোলে বল পাঠিয়ে দিলেন আমাদ। এরপর লিডটা ধরে রেখে জিতে গেল ইউনাইটেড। আর সিটি সবশেষ ১১ ম্যাচে পেল অষ্টম হারের স্বাদ।
অথচ এই দুই গোলের আগে একবারও মনে হয়নি ইউনাইটেড ম্যাচটি জিততে পারে। বরং প্রিমিয়ার লিগে হারের হ্যাটট্রিক করেই প্রতিবেশীর মাঠ থেকে ফেরার মতোই খেলছিল ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দলটি। তারা গোলটিও খেয়েছিল আর্সেনাল ও নটিংহাম ফরেস্টের কাছে আগের দুই ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে কর্নার থেকে।
/এনকে
Leave a reply