ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একজন চিত্র সাংবাদিক নিহত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ আল-লুহ নিহত হন। ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধের মধ্যে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয়।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার সিভিল ডিফেন্সের পাঁচজন কর্মীও নিহত হয়েছেন। গাজার আল-আওদা হাসপাতালের বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল সিভিল ডিফেন্সের একটি স্থাপনা। হামলায় আরও কিছু মানুষ আহত হয়েছেন। আহমেদ আল-লুহ হত্যাকাণ্ড গাজায় সংবাদপত্রের স্বাধীনতার ওপর একটি বৃহত্তর আক্রমণ বলে অভিহিত করেছে আল জাজিরা।
এই হত্যাকাণ্ডের পর গাজার সরকারি মিডিয়া অফিস আল-লুহের মৃত্যুতে তীব্র নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।
প্রসঙ্গত, গাজায় গত কয়েক দিনে ইসরায়েলি বাহিনী স্থল ও আকাশপথে ব্যাপক হামলা বৃদ্ধি করেছে। যার মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরের ওপর তীব্র বোমা হামলা অন্যতম। নিহত সাংবাদিকের সংখ্যা ফিলিস্তিনি ভূখণ্ডে এখন ১৯৫ জনে পৌঁছেছে।
/এমএইচআর
Leave a reply