কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভৈরব যাচ্ছিলো দুটি কাভার্ডভ্যান। ব্রহ্মপুত্র ব্রীজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় একটি কাভার্ডভ্যান। পরে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে; ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক’সহ ৪ যাত্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে দুই কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে কাভার্ডভ্যান ও অটোরিকশা।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন।
/এএস
Leave a reply