ইংরেজির দক্ষতা বাড়াতে গুড নেইবারসের ‘ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতা

|

শিশু কিশোরদের মাঝে ইংরেজির দক্ষতা বাড়াতে ‘ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর ইসিবি চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করে।

শিশু শিক্ষা দিয়ে কাজ নিয়ে কাজ করা এই বেসরকারি উন্নয়ন সংস্থাটি জানায়, মূলত শিক্ষার মান উন্নয়নের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল থেকে প্রায় ১০০ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫ জন বিজয়ীকে পুরস্কৃত করে গুড নেইবারস বাংলাদেশ।

এ সময় সেখানে প্রধান উপস্থিত ছিলেন, থানা শিক্ষা কর্মকর্তা ফারজানা শারমিন। তিনি শিক্ষার্থীদের ইংরেজি চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

১৯৯৬ সাল থেকে মানসম্মত এবং আনন্দময় শিক্ষা নিয়ে কাজ করে আসছে গুড নেইবারস বাংলাদেশ। এরই অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করে থাকে এই সংস্থাটি। শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্প্রতি ইউনেস্কোর হ্যামদান পুরস্কারেও ভূষিত হয়েছে গুড নেইবারস বাংলাদেশ।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply