উইলিয়ামসনের সেঞ্চুরিতে রানের নিচে চাপা ইংল্যান্ড

|

টেস্ট ক্রিকেটের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার কেইন উইলিয়ামসন। তার মাঠে নামা মানে প্রতিপক্ষের কপালে দুশ্চিন্তার ভাঁজ! সতীর্থরা আউট হয়ে বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে ইনিংস গড়ার কাজ সুচারুভাবে করে যেতেন এই ব্যাটার। তবে সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং উইলিয়ামসনসুলভ হচ্ছিল না। রান পাচ্ছিলেন, তবে কিছুতেই ইনিংস বড় করতে পারছিলেন না। স্পষ্ট করে বললে, কিছুতেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া হচ্ছিল না এই কিউইর।

অবশেষে সেঞ্চুরি-খরা কাটালেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন সেঞ্চুুরি। শোয়াইব বশিরের শিকার হওয়ার আগে খেলেন ১৫৬ রানের ইনিংস।

উইলিয়ামসনের ৩৩তম সেঞ্চুরির দিনে ইংল্যান্ডকে রানচাপা দিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৪৫৩ রান তুলেছে কিউইরা। এতে বেন স্টোকসের ইংল্যান্ড জয়ের জন্য চতুর্থ ইনিংসে লক্ষ্য পেয়েছে ৬৫৮ রানের। যেটি তাড়া করা অবিশ্বাস্যই বটে!

রান পাহাড়ের পেছনে ছুটতে গিয়ে ‍তৃতীয় দিনের শেষ বিকেলে ৬ ওভার ব্যাট করে ১৮ রানেই দুই ওপেনারকে হারিয়েছে ইংল্যান্ড। ফলে শেষ দুইদিনে ইংলিশদের দরকার ৬৪০ রান, কিউইদের দরকার ৮ ‍উইকেট।

এর আগে, দিনের শুরুতে ভেজা আউটফিল্ডের কারণে প্রথম সেশনে কোনো খেলাই হয়নি। আগের দিন ৫০ রানে অপরাজিত থাকা উইলিয়ামসন আজ দিনের দ্বিতীয় সেশনে জ্যাকব বেথেলকে ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছান। পরে ইনিংসটিকে টেনে নিয়ে যান দেড়শতেও।

উইলিয়ামসন স্পিনার শোয়েব বশিরের বলে ক্যাচ দিয়ে ফেরার পর নিউজিল্যান্ডের রান চারশ পার করান টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনাররা। মিচেল ৬০, স্যান্টনার ৪৯ এবং ব্লান্ডেল অপরাজিত ৪৪ রান করেন।

দিনের শেষ বেলায় টিম সাউদির বলে বেন ডাকেট আর ম্যাট হেনরির বলে জ্যাক ক্রলি ফিরলে বড় হারের শঙ্কা নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। তিন টেস্ট সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply