ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়া পেসারদের তোপে নাজেহাল ভারতীয় ব্যাটাররা। আজ তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল বৃষ্টি। টেস্টের তৃতীয়দিনে নবমবারের মতো বৃষ্টি নামায় আগেভাগেই খেলা শেষ হয়েছে। তবে বৃষ্টির আধিপত্যের দিনে হতাশা নিয়েই দিন শেষ করেছে সফরকারীরা। ৩৯৪ রানে পিছিয়ে থাকা ভারত দলীয় পঞ্চাশের আগেই হারিয়ে চার উইকেট। ফলে ম্যাচ হারার শঙ্কা রয়েছেই রোহিতদের।
ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে রোববারই ৪০০ পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে আজ অ্যালেক্স ক্যারির ফিফটিতে আরও ৪০ রান যোগ করে স্বাগতিকরা। প্যাট কামিন্সের দলের প্রথম ইনিংস থামে ৪৪৫ রানে।
দফায় দফায় বৃষ্টির মধ্যেই জবাব দিতে নেমে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের গতি ও বাউন্সারে দ্রুত ৪ উইকেট হারিয়ে প্রবল চাপের মুখে পড়েছে ভারত। ১৭ ওভারে ৫১ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। স্বাগতিকদের চেয়ে পিছিয়ে ৩৯৪ রানে পিছিয়ে থেকে ফলো–অনে পড়ে শঙ্কায়। ৩৩ রানে অপরাজিত আছেন কেএল রাহুল। অধিনায়ক রোহিত এখনও রানের খাতাই খুলতে পারেননি। জয়সোয়াল, কোহলি, শুভমান গিল, রিষভ পান্তকে ফিরেছেন এক সংখ্যার ঘরেই।
আজ তৃতীয় দিনের খেলা শুরুর আগেই ব্রিসবেনে বৃষ্টি নামে। সারা দিনে বৃষ্টি নেমেছে আর থেমেছে নয়বার। খেলা হয়েছে মাত্র ৩৩.১ ওভার। ব্রিসবেনে পড়ন্ত বিকেলে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলেও ভেজা মাঠ ও আলোকস্বল্পতার কারণে আগেভাগেই দিনের খেলার ইতি টানেন মাঠের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও রিচার্ড কেটেলবরা।
এদিকে, অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের ছন্দটা ব্রিসবেনেও টেনে এনেছেন স্টার্ক। ভারতের ইনিংসের শুরুতেই যশস্বী জয়সোয়াল ও শুবমান গিলকে মিচেল মার্শের ক্যাচ বানিয়েছেন এই বাঁহাতি পেসার। হ্যাজলউডের বলে কোহলি উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ক্যারিকে। ২০২১ সালে ব্রিসবেন টেস্ট জিতিয়ে যিনি ভারতকে বোর্ডার–গাভাস্কার ট্রফি ধরে রাখতে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন, সেই পান্ত এবার একই মাঠে ফিরেছেন ৯ রানে। কামিন্সের বলে ক্যারিকে ক্যাচ দিয়েছেন তিনিও।
/এনকে
Leave a reply