কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল

|

টাঙ্গাইল প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনে ১৪টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। টাঙ্গাইল ৪ ও ৮ আসনে ঋণ খেলাপীর দায়ে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। রবিবার দুপুর ২টায় মনোনয়ন বাচাই ও শুনানী শেষে এই মনোনয়নপত্র বাতিল করেন।

এদিকে মনোনয়নপত্র বাতিল বিষয়ে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম আপিল করবেন বলে জানান।

এছাড়া ঋণ খেলাপীর দায়ে টাঙ্গাইল ১ আসনে বিএপির প্রার্থী ফকির মাহাবুব আনাম স্বপন ও টাঙ্গাইল ৬ আসনে বিএপির প্রার্থী নুর মোহাম্মদ খানের মনোনয়নপত্র বাতিল করেন। এছাড়া যাদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে, তারা হলেন টাঙ্গাইল ৩ আসনে মোঃ চাঁন মিয়া(এনপিপি),আতাউর রহমান খান (বিএনএফ), টাঙ্গাইল ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ বাকির আলী ও আবুল কাশেম, টাঙ্গাইল ৬ আসনে মোঃ সুলতান মাহমুদ(বিএনএফ), মামুনুর রহমান(এনপিপি), টাঙ্গাইল ৭ আসনে মজিবর রহমান(খেলাফত মজলিস), টাঙ্গাইল ৮ আসনে আশরাফ সিদ্দিকী(জাতীয় পার্টি), স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদুল ইসলাম, আব্দুল লতিফ(খেলাফত মজলিস)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply