গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫২ জনের মৃত্যু

|

গাজায় বর্বরতম ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫২ জনের। আহত হয়েছে ২ শতাধিক। এতে মোট প্রাণহানি ৪৫ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্স।

বেইত লাহিয়া, শাতি শরণার্থী শিবির, মধ্য গাজার নুসেইরাত ক্যাম্প ও গাজা সিটিতে হয়েছে ভয়াবহ হামলা। একযোগে বিমান ও স্থলপথে চালানো হয় অভিযান। উত্তরে আবারও কামাল আদওয়ান হাসপাতাল ঘিরে চলছে বড় ধরনের হামলা। হাসপাতালের জেনারেটর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি ইনটেনসিভ কেয়ার ইউনিটের কর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে স্নাইপাররা।

ইসরায়েলের দাবি, হামাসের ঘাঁটিতে নিয়ন্ত্রিত হামলা চালিয়েছে তারা। বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে গোষ্ঠীটি বলে অভিযোগ করেছে তেলআবিব।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply