সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভের পর প্রথম বিদেশ সফরে ভারতে গিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। এই সফরে ভারত-শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেছে উভয় দেশ। সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৬ ডিসেম্বর) দুই নেতার বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন যে দেশটির উন্নয়নে ভারত বিশ্বস্ত অংশীদার হবে। তিনি বেশ কয়েকটি খাতের কথা উল্লেখ করেছেন যেগুলিতে তারা সমন্বয় মজবুত করার পরিকল্পনা করছেন। এই খাতগুলোর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে পেট্রোলিয়াম পাইপলাইন তৈরি ও উভয়ের বিদ্যুৎ গ্রিডগুলিকে যুক্ত করা।
কলম্বোর সেন্টার ফর পলিসি অলটারনেটিভসের কার্যনির্বাহী কর্মকর্তা পাইকিয়াসথি সর্ভনামুত্তু বলেছেন, সফরে দিল্লিকে প্রথম স্থানে রাখাই এই সফরের প্রতীকী দিক।
ভারত মহাসাগরে জাহাজ চলাচলের কৌশলগত রুটে থাকা এই দ্বীপরাষ্ট্রে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে ভারত ও চীন। ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়ার আগে সে দেশের অবকাঠামো নির্মাণ প্রকল্পে কোটি কোটি ডলার ঢেলেছে বেইজিং। এর মধ্যে একটি বন্দরও রয়েছে।
/এআই
Leave a reply