সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

|

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরায় বালুবাহী ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদরের মুনজিতপুর গ্রামের বাসিন্দা জয় ও অপরজন তার বন্ধু তানজিমুল হাসান সিহাব।

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে দুইজন মোটরসাইকেলে সাতক্ষীরা ফিরছিলেন। দ্রুত গতির মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। পরে ট্রাক চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply