চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

|

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থকরা শোভাযাত্রা বের করে। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমর্থকরা তাদের বাঁধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত।

/আরএইচ



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply