ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরের পথে প্রধান উপদেষ্টা

|

ফাইল ছবি।

ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর ত্যাগ করে।

এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান যোগ দেবেন। সম্মেলনের ফাঁকে একাধিক দেশের সরকার প্রধানের সাথে ড. মুহাম্মদ ইউনূসের সাইডলাইন বৈঠক হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার সন্ধায় প্রধান উপদেষ্টার  ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলেন, ডি-৮ সম্মেলনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক বিষয়ে গতিশীলতা আনতে এই সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবে।

এর আগে, গত ৩০ অক্টোবর বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি ডি-৮ সম্মেলনে যোগ দিতে দেশটির রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণপত্র ড. ইউনূসের কাছে হস্তান্তর করেন। ওই সময় ডি-৮ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কীভাবে সমর্থন করা যায় তা নিয়ে আলোচনা হবে বলেও জানান এই কূটনিতিক।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ডি-৮ গ্রুপটি যাত্রা শুরু করে। ডি-৮ এর প্রাথমিক লক্ষ্য ছিল বিশ্ব অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থানকে শক্তিশালী করা, বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি করা, আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো এবং সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply