সৌম্যের আঙুলে পাঁচ সেলাই

|

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পেয়েছেন সৌম্য সরকার। শুধু তাই নয় ম্যাচ চলাকালে তাকে নেয়া হয়েছে হাসপাতালেও। হাসপাতালে নেয়ার পর সৌম্যর আঙুলে পাঁচটি সেলাই লেগেছে বলেও জানা গেছে। 

তানজিম হাসান সাকিবের গুড লেংথের বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। সেই ক্যাচটি নিতে গিয়ে আঙুলে মারাত্মকভাবে চোট পান সৌম্য।

উইন্ডিজ ইনিংসের ৬ষ্ঠ ওভারের মাঝপথে ঘটে এই দুর্ঘটনা। কাঁধ সমান উঁচুতে আসা বলটি সৌম্যর ডান হাতের তর্জনীতে লাগে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে উঠেন সৌম্য। বলটা তার বরাবরই আসছিল। হুট করে বলটা কিছুটা সুইং করে গতিপথ বদলে ফেলে। তাতেই আঙুলে আঘাত লাগে। ব্যথায় কাতরাতে কাতরাতে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি।

সৌম্য মাঠ ছাড়ার কয়েক ওভার পর টিভি স্ক্রিনে দেখা যায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। মূলত এক্স-রে করে চোটের পরিস্থিতি বুঝতেই তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। জানা গেছে, সৌম্যর আঙুলে পাঁচটি সেলাই পড়েছে। চোটের ফলে কতদিনের জন্য ছিটকে যাবেন বাঁহাতি এই ব্যাটার তা এখনও নিশ্চিত নয়।

ইনজুরির ফলে সৌম্য আগামী ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএল খেলতে পারবেন কিনা এ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply