ব্রিসবেন টেস্টে শেষ পর্যন্ত জয় হলো বৃষ্টির। জয়ের জন্য ভারতকে ২৭৫ রানের টার্গেট ছুঁড়ে দিলেও শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো অস্ট্রেলিয়াকে।
যদিও পঞ্চম ও শেষ দিনে ম্যাচ জমিয়ে তোলেন ভারতীয় পেসাররা। বুমরাহ-সিরাজদের তান্ডবে ৭ উইকেটে ৮৯ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ২২ রান করেন প্যাট কামিন্স। বুমরাহ ৩টি আর ২টি করে উইকেট নেন আকাশ ও সিরাজ।
জয়ের জন্য ২৭৫ রানের টার্গেট পায় ভারত। কিন্তু স্কোর বোর্ডে ৮ তুলতেই আবারও বৃষ্টির বাগড়া। খারাপ আবহাওয়ার সঙ্গে ছিলো বজ্রপাতের শঙ্কা। তাই দীর্ঘক্ষণ অপেক্ষার পর ড্র ঘোষণা করা হয় ম্যাচ।
এর আগে, ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৫ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২৬০ রানে থামে ভারতের প্রথম ইনিংস। ম্যাচ সেরা হয়েছে ট্রাভিস হেড। সিরিজের পরের টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্নে।
/এআই
Leave a reply