বিজয় দিবসে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে মোদির এমন বক্তব্যের পরও আওয়ামী লীগ কোনো প্রতিবাদ জানায়নি। এর অর্থ হলো তারাও মুক্তিযুদ্ধকে ভারতের অর্জন মনে করে— এমন মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতারা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করে ছাত্র অধিকার পরিষদ। তাদের প্রতিবাদ সমাবেশের বড় অংশ জুড়ে ছিল বিজয় দিবসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত বক্তব্য। প্রতিবাদ সমাবেশ শেষে দাহ করা হয় মোদির কুশপুত্তলিকা।
সেখানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, এদেশের ভারতীয় দালালদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আঘাত আসলে নরেন্দ্র মোদির গদি উল্টে যাবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এসময় তারা মনে করিয়ে দেন, মহান মুক্তিযুদ্ধে ভারত শুধুমাত্র বাংলাদেশের মিত্রশক্তি ছিল। তার মানে এই নয় মুক্তিযুদ্ধের সামগ্রিক অর্জন নিজেদের বলে প্রচার করবে তারা।
/এমএইচআর
Leave a reply