Site icon Jamuna Television

এক ঘণ্টার চেষ্টায় টঙ্গীর তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর: 

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় অগ্নি সূত্রপাতের ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় তুলার গোডাউনটিতে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বাসাবাড়িতেও। বাসাবাড়ি পুড়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

/এসআইএন

Exit mobile version