মিসরে শুরু হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ সম্মেলনের ১১তম শীর্ষ সম্মেলন। যোগ দিতে রাজধানী কায়রোয় জড়ো হয়েছেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে মূল সম্মেলন। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের নেতারা।
এর আগে বুধবার কাউন্সিলের ২১তম অধিবেশনে যোগ দেন ডি-৮ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি অভিন্ন রূপরেখা তৈরি সম্মেলনের লক্ষ্য। আলোচনা হবে মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক ও বৈশ্বিক সংকট নিয়েও।
উল্লেখ্য, সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্যের সুযোগ বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় ডি-এইট অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন।
/এসআইএন
Leave a reply