তুলকালাম চলছে ভারতের লোকসভার বাইরের ঘটনা নিয়ে। বিজেপি সংসদ সদস্য প্রতাপ সারাঙ্গীকে ধাক্কা মেরেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি এবং তিনি গিয়ে পড়েছেন আরেক জনের ওপর, এমন অভিযোগ নিয়ে উত্তেজনা চলছে আজ সকাল থেকে।
ঘটনাটি নিয়ে ভারতীয় গণমাধ্যম নানা ধরনের চটকদার খবরও প্রচার করেছে। বেশিরভাগ খবরেই আক্রমণ করা হয়েছে কংগ্রেস নেতা রাহুলকে।
সংবাদমাধ্যম এএনআই’এর এক্স হ্যান্ডেলে পোস্ট করা তেমনই এক ভিডিওচিত্র ঘিরে চলছে তুমুল চর্চা। তৈরি হয়েছে হাস্যরসও।
ধাক্কাধাক্কিতে আহত এমপি প্রতাপ চন্দ্র সারাঙ্গীকে যখন হুইল চেয়ারে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল, তখন সাংবাদিক জিজ্ঞাসা করছিলেন– কে তাকে ধাক্কা মেরেছে? উত্তরে সারাঙ্গী জানান, ‘রাহুল গান্ধি এক এমপিকে ধাক্কা মারেন। সেই এমপি এসে পড়েন তার ওপর। এতে তিনি ব্যথা পান।’
সাংবাদিক আবারও পাল্টা প্রশ্ন করেন, রাহুল গান্ধিই কি আপনাকে ধাক্কা মেরেছে? তখন সারাঙ্গী আগের কথা পাল্টে বলেন, ‘হ্যাঁ, রাহুল ধাক্কা মেরেছেন।’
Delhi | BJP MP Mukesh Rajput also got injured. His condition is serious and he has been admitted to the ICU of RML hospital https://t.co/q1RSr2BWqu
— ANI (@ANI) December 19, 2024
মূলত সেই সাংবাদিক সারাঙ্গীর মুখ থেকে ‘রাহুলই ধাক্কা মেরেছেন’– এমন কথা বের করার চেষ্টা করেন। যদিও পরে আবার ঘুরেফিরে আহত এমপি তার প্রথম দেয়া বক্তব্য অর্থাৎ ‘এক এমপিকে ধাক্কা মারলে আমার ওপর পড়ে যান’ কথাতেই ফিরে যান।
উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আম্বেদকরকে নিয়ে এক মন্তব্য ঘিরে দেশটির সংসদে সরকার ও বিরোধীপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়। তার মাঝেই সংসদের বাইরে ধ্বস্তাধস্তি পরিস্থিতি। এতে আহত হন বিজেপির দুই নেতা।
/এমএমএইচ
Leave a reply