সিরিয়া পশ্চিমা দেশগুলো কিংবা প্রতিবেশীদের জন্য হুমকি নয় বলে মন্তব্য করেছেন দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল শারা (আবু মোহাম্মদ আল জোলানি)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দামেস্কে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জোলানি বলেন, সিরিয়া কার্যত যুদ্ধ করতে করতে ক্লান্ত। এই দেশ পশ্চিমা বা বিশ্বের কোনো দেশের জন্যই হুমকি নয়।
বিবিসি বলছে, দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাশার আল আসাদের পতনে বিদ্রোহীদের নেতৃত্ব দেন জোলানি। তিনি বিদ্রোহী জোটের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের (এইচটিএস) এর প্রধান নেতা। এত সংঘাতের পর সিরিয়ার ওপর থেকে আগের সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জোলানি।
কেননা আগের শাসনব্যবস্থাকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এক্ষেত্রে ভুক্তভোগী এবং নিপীড়কদের বিরুদ্ধে একই কৌশল ব্যবহার করা উচিত নয় বলে মনে করেন এইচটিএসের ওই নেতা।
/এআই
Leave a reply