বন্দুকযুদ্ধে জম্মু-কাশ্মীরে নিহত ৫

|

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় বন্দুকযুদ্ধে অন্তত পাঁচ সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। সেই সাথে দুই ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ বলেছে, পাঁচ বিদ্রোহীর লাশ খুঁজে পাওয়া গিয়েছে। তবে এখনো লাশগুলো উদ্ধার করা যায়নি। উদ্ধারের পর তাদের পরিচয় জানা যাবে। 

ভারতীয় সেনাবাহিনী (চিনার কর্পস) এক্স-এ একটি পোস্টে জানায়, ‘১৯ ডিসেম্বর বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি সম্পর্কিত নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ কুলগাম জেলার কাদের এলাকায় একটি যৌথ অভিযান শুরু করে।

এ সময় অভিযানরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। পাল্টা চ্যালেঞ্জ করা হলে বিদ্রোহীরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। অন্যদিকে, সেনারাও গুলি ছোড়ে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply