ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। শুরুটা ভালো হলেও ছন্দপতন ঘটেছে টাইগারদের ব্যাটিংয়ে। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বাংলাদেশ ১১ ওভার শেষে তুলেছে ৩ উইকেটে ৮৯।
পারভেজ হোসেন ইমন ২১ বলে ৩৯ করে পাওয়ার প্লের একেবারে শেষ বলে আউট হয়েছেন। লিটন প্যাভিলিয়নে ফিরেছেন ১৩ বলে ১৪ করে।
পাওয়ার প্লেতে বাংলাদেশ ৫৪ রান তুললেও পরের পাঁচ ওভারে তুলেছে মাত্র ৩৫! ক্রিজে রয়েছেন জাকের আলী (৯ বলে ৬*) ও মেহেদী হাসান মিরাজ (১৪ বলে ১৮*)।
আজ বাংলাদেশের একাদশে অন্তর্ভুক্ত হয়েছে পারভেজ হোসেন ইমন। চোট পাওয়া সৌম্য সরকারের জায়গায় খেলছেন তিনি। বাঁহাতি এ ওপেনার এর আগে ৬টি টি-টোয়েন্টি খেলেছেন।
অন্যদিকে, উইন্ডিজ একাদশে দুটি পরিবর্তন এসেছে। আন্দ্রে ফ্লেচার ও আকিল হোসেনের জায়গায় খেলছেন জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলস। ওয়েস্ট ইন্ডিজের ১০০তম টি-টোয়েন্টি খেলোয়াড় জেইডেন।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (উইকেটকিপার ও অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, জেইডেন সিলস, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ, ও ওবেদ ম্যাকয়।
Leave a reply