উত্তরায় রেস্তোরাঁতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

|

প্রতীকী ছবি।

উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলীন নামক একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলীন রেস্তোরাঁয় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর কয়েকমিনিট পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে আরও ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply