নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, মুবিন আল মামুন (২০), মো. মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী৷
মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ডোপ টেস্টের জন্য পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, আসামি মুবিন আল মামুন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের ছেলে। মুবিনই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। গাড়িটির রেজিস্ট্রেশন সাবেক ওই সেনা কর্মকর্তার নামে বলেও জানানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে মোহতাসিম মাসুদ বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। রাতে উত্তরার নীলা মার্কেটে খাবার খেয়ে বাসায় ফেরার সময় একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়। এ সময় হঠাৎ পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোহতাসিম মাসুদ ঘটনাস্থলেই মারা যান৷ এ ঘটনায় মেহেদী খান ও অমিত সাহা নামে আরও দুজন আহত হন।
এরইমধ্যে নিহত শিক্ষার্থী মোহতাসিম মাসুদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মাসুদের বাবা এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেন।
অপরদিকে, এ ঘটনায় বিক্ষোভ মিছিল করছে বুয়েটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে বুয়েট ক্যাম্পাসে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গাড়ি চালকের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রভাব খাটিয়ে মামলা না করতে স্বজনদের ওপর চাপ দিচ্ছেন। এ সময় শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার দাবি করেন। পাশাপাশি আহতদের চিকিৎসার ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিও জানান তারা।
/আরএইচ
Leave a reply