ভারতের পার্লামেন্ট চত্বরে ‘হাতাহাতি’র ঘটনায় রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা

|

ভারতীয় পার্লামেন্ট চত্বরে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনায় হত্যাচেষ্টা মামলা হয়েছে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) থানায় এ অভিযোগ দায়ের করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর।

হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় দায়ের করা হয় মামলাটি। বিজেপি সাংসদকে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগও তোলা হয় রাহুল গান্ধির বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: রণক্ষেত্র ভারতের লোকসভা, রাহুল গান্ধির ‘ধাক্কায়’ আহত বিজেপির এমপি

জানা গেছে, পার্লামেন্টের সিসিটিভি ফুটেজ চাইতে পারে পুলিশ। এমনকি তলব করা হতে পারে বিরোধীদলীয় প্রধানকেও। দোষী সাব্যস্ত হলে এক বছরের কারাদণ্ড হতে পারে রাহুল গান্ধীর।

বৃহস্পতিবার, পার্লামেন্ট চত্বরে দু’পক্ষের হাতাহাতির ঘটনায় গুরুতর আহত হন দুই বিজেপি সাংসদ। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তারা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply