বাউফল করেসপনডেন্ট:
পটুয়াখালীর বাউফলে নিজ বাড়ির পুকুরে ডুবে মারা গিয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট। নিহত সাবেক সেনা সদস্যের নাম সামসুল আলম (৬৫)।
শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ২টায় উপজেলার নুরাইনপুর গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, সকাল থেকেই শারীরিকভাবে দুর্বল অনুভব করছিলেন সামসুল আলম। দুপুরে গোসল করতে নিজ বাড়ির পুকুরে নামেন তিনি। এসময় তার স্ত্রী পুকুরের ঘাটেই বসা ছিলেন। পানিতে ডুব দেয়ার পর অনেকক্ষণ না উঠলে তার স্ত্রী পুকুরে নেমে তাকে খোঁজাখুজি করলেও পাননি।
এরপর স্থানীয়রা এসে অনেক্ষণ পুকুরে খুঁজে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নিহতের পরিবারে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে। তবে, এই মৃত্যুর বিষয়টি সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে বাউফল থানা পুলিশ।
উল্লেখ্য, ২০০১ সালে সেনাবাহিনী থেকে অবসরে যান সামসুল আলম। শেষদিকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন তিনি।
/এমএইচআর
Leave a reply