বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

|

প্রতীকী ছবি

রাজধানীর বনশ্রীতে আবাসিক একটি ভবনে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানা যায়, এলাকার সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৬ তলা ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এর আগে, সকালে রাজধানীর উত্তরায় একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ১০টা ৩৮ মিনিটে ১২ নম্বর সেক্টরের শাহ মাখদুম সড়কে লাভলীন নামক একটি রেস্টুরেন্টে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ওই অগ্নিকাণ্ডে কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply