বনানীর ২২নং বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

|

রাজধানীর বনানীর ২২নং বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, এতে এখনও পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। শনিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার পর এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

খবর পেয়ে, ৫টা ৪১ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একে একে বারিধারা, তেজগাঁও, ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৭ টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। তাদের প্রচেষ্টায় ভোর ৬ টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

এর আগে, রাজধানীর বনশ্রীতে একটি ৬ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় ভবনের বাসিন্দারা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুন লাগে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply