স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মাধবদীতে নুর মোহাম্মদ নামের এক পাওয়ারলুম (বিদ্যুৎ চালিত তাঁত) মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে কাঠালিয়া ইউনিয়নের কৌলাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
নিহত পাওয়ারলুম মালিক মাধবদী থানার কাঠালিয়া এলাকার আলকাছ মিয়ার ছেলে নুর মোহাম্মদ। তার বয়স আনুমানিক ৪৫।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালিয়ায় পাওয়ারলুম সংশ্লিষ্টতা নিয়ে শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে মালিককে পিটিয়ে হত্যা করা হয়। পরে অন্য শ্রমিকরা পুলিশে খবর দিলে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সন্দেহভাজন ৪ শ্রমিককে আটক করেছে মাধবদী থানা পুলিশ।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা সন্দেহে ৪ পাওয়ারলুম শ্রমিককে আটক করা হয়েছে। তবে এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
/এএম
Leave a reply