ছোট্ট মেয়ে সুশিলার বোলিংয়ে জহির খানকে খুঁজে পাচ্ছেন টেন্ডুলকার

|

ভারতের রাজস্থানের প্রত্যন্ত অঞ্চলের মেয়ে সুশীলা মিনা। পঞ্চম শ্রেণিতে পড়াশুনা করা এই শিক্ষার্থীর বোলিং অ্যাকশন হুবহু দেশটির সাবেক পেসার জহির খানের মতো। খালি পায়ে দৌঁড়ে সুশীলার সেই বোলিং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। ভরতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার সেই ভিডিও পোস্ট করে জানান, সুশীলার মধ্যে রয়েছে জহির খানের ছায়া।

পরনে স্কুলের পোশাক; মাঠে বল হাতে ছুটছে এক মেয়ে। চোখে-মুখে এক আকাশ দুরন্তপনায় ক্রিকেটের প্রতি ভালোবাসাটাও ফুটে উঠেছে স্পষ্টভাবে। স্পোর্টস ‘শ্যু’ না থাকলেও খালি পায়ে অনস্পটে বল করতে সমস্যা হচ্ছিল না তার। ভারতের রাজস্থানের প্রত্যন্ত এক গ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুশিলা মিনারের বোলিং অ্যাকশনের এই ভিডিও রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যা কিনা চোখ এড়ায়নি মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডলকারেরও। সুশিলার বাঁ-হাতি বোলিং অ্যাকশনের সাথে মিল খুঁজে পেয়েছেন দীর্ঘদিনের সতীর্থ জহির খানের সাথে। পঞ্চম শ্রেণিপড়ুয়া এই শিক্ষার্থীর বোলিংয়ে মুগ্ধ হয়ে জহিরকে ট্যাগ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টও করেছেন শচীন।

পোস্টের ক্যাপশনে এই ক্রিকেট কিংবদন্তি লেখেন, মসৃণ, সাবলীল, এমন বোলিং দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। সুশিলা মিনার বোলিং অ্যাকশনে তোমার (জহির খান) ছায়া রয়েছে। তুমিও কি তা দেখতে পাচ্ছো? পোস্টে জহির খানকে ট্যাগ করেছেন টেন্ডুলকার।

বোলিং অ্যাকশন তো বটেই, এমনকি বল ছাড়ার আগ মূহুর্তের লাফেও জহির খানের সাথে দারুণ মিল রয়েছে সুশিলার। নিজের বোলিংয়ের সাথে এমন মিল দেখে টেন্ডুলকারের পোস্টের প্রতিউত্তরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের সাবেক এই পেসারও।

জহির খান বলেন, আপনি একেবারে ঠিক বলেছেন। আমি পুরোপুরি সহমত পোষণ করছি আপনার সাথে। ওর অ্যাকশন মসৃণ আর দেখেও খুব ভালো লাগছে। ক্রিকেটের প্রতি এখনই মেয়েটির নিবেদন দারুণভাবে ফুটে উঠেছে।

ভিডিওটি সর্বপ্রথম ইনস্টাগ্রামে পোস্ট করেন সুশিলার কোচ ঈশ্বর আমালিয়া। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply