সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনে নেতৃত্ব দেয়া হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আহমদ আল-শারা ওরফে আবু মোহাম্মদ আল-জোলানিকে গ্রেফতারের জন্য ১০ মিলিয়ন ডলার বাউন্টি পুরস্কারের ঘোষণা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে ফরাসি গণমাধ্যম লা মণ্ড এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২১ ডিসেম্বর) মার্কিন কূটনীতিক বারবারা লিফ এই তথ্য জানিয়েছেন। সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারাকে বারবারা লিফ জানিয়েছেন, ওয়াশিংটন তাকে গ্রেফতারের যে পুরস্কার ঘোষণা করেছিল তা বাতিল করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার বিদ্রোহীদের আলোচনায় ‘ইতিবাচক বার্তাকে’ স্বাগত জানিয়েছে।
সিরিয়ার রাজধানী দামেস্কে বারবারা লিফ এইচটিএস প্রধান আহমদ আল-শারার সঙ্গে বৈঠক করেন। এর পরপরই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কূটনীতিক বারবারা লিফ এ মন্তব্য করেন।
/এআই
Leave a reply