রাজনৈতিক বৈরিতায় বলি হচ্ছে ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ। সম্পর্কের বরফ না গলার কারণে প্রায় এক যুগের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। খেলাধুলাকে রাজনীতির সাথে অনেকে মেলাতে না চাইলেও ঘুরে ফিরে ভারত-পাকিস্তানের মধ্যে সেই রাজনীতিই জেকে বসেছে প্রকটভাবে।
যার সবশেষ আঁচটি লেগেছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনকে কেন্দ্র করে। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম থাকলেও সেখানে যেতে দল পাঠাতে অনুমতি দেয়নি ভারত সরকার। তাই ঘুরে ফিরে এশিয়া কাপের আদলে চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে আয়োজন করতে যাচ্ছে আইসিসি। এদিকে পাকিস্তানও বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ভারতে দল পাঠাতে জানিয়েছে অস্বীকৃতি। যে কারণে ভারত ও পাকিস্তানে ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত সকল টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হবে বলে নিশ্চিত করেছে আইসিসি।
দুই দেশের দ্বিমুখী এই অবস্থান নিয়ে বইছে সমালোচনার ঝড়। সবশেষ সেই মিছিলে যুক্ত হয়েছে পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদের নাম। সমস্যা সমাধানের একটি পথও খুঁজে পেয়েছেন তিনি।
আহমেদ শেহজাদ বলেন, পাকিস্তান সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করুন। যেখানে একটি গেট ভারতের দিক থেকে খুলবে। সেই গেট দিয়েই ভারতের ক্রিকেটাররা মাঠে প্রবেশ করবে। আর বিপরীত দিকে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য থাকবে আরও একটি গেট। এর মাধ্যমে কিছুটা হলেও সমস্যার সমাধান সম্ভব।
ভারতের ভিসা জটিলতা নিয়ে দেশটির সরকার ও বিসিসিআইকে কটাক্ষ করে শেহজাদ বলেন, আমার মনে হয় স্টেডিয়াম সংক্রান্ত সমাধানের পরও বিসিসিআই ও ভারত সরকার ঝামেলা করবে। তারা হয়তো বলবে, পাকিস্তানের ক্রিকেটাররা যখন ভারতের অংশে আসবে, আমরা তাদের ভিসা দেব না।
উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকেই বন্ধ রয়েছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। এই দুই দেশের ক্রিকেট দ্বৈরথ বৈশ্বিক টুর্নামেন্ট নির্ভর হলেও এখন সেখানেও জমছে শঙ্কার মেঘ।
/এমএইচআর
Leave a reply