গাজীপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

|

ছবি: সংগৃহীত।

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি জেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে।

নিহতের শফিকুলের স্ত্রী শিরিনা আক্তার বলেন, শফিকুল ঠিকাদারের কাজ করতেন। শনিবার কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকার একটি মাদ্রাসার সাইট পরিদর্শনে জন্য যাচ্ছিলেন তিনি।

মাওনা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ কুদ্দুস মৃধা বলেন, ওভারটেকিং করার সময় মোটরসাইকেলের সাথে ট্রাকের ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply