১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক শেষে যা জানালেন নজরুল ইসলাম

|

দেশের উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে অতীতের মত আগামীতেও বিএনপি অন্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটি ও ১২ দলীয় জোটের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে মতবিনিময় হয়েছে। আলোচনার প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেয়া হলে তা পরে জানানো হবে।

তিনি আরও বলেন, ১২ দলীয় জোট ও বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করেছে। সেটার প্রয়োজনীয়তা এখনও ফুরিয়ে যায়নি।

এসময় আগামীতেও বিএনপির সাথে কাজ করার প্রত্যয় জানিয়ে ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামীতে কী ধরনের কর্মসূচি হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানান তিনি।

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ আরও উপস্থিত ছিলেন বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply