আফগান সীমান্তের নিকটে পাকিস্তানের একটি সেনা চৌকিতে সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ১৬ জন সেনা নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এ হামলায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন। স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে প্রদেশটির দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় হামলার এ ঘটনা ঘটে।
পাকিস্তান তালেবান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।
পুলিশ কর্মকর্তা হিদায়াত উল্লাহ জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় নিরাপত্তা বাহিনীর একটি পোস্টে হামলা চালানো হয়। হামলাকারীরা হালকা এবং ভারী অস্ত্র ব্যবহার করেছে। এলাকায় একটি তল্লাশি অভিযান চলছে।
তবে, টিটিপি দাবি করেছে, হামলায় ৩৫ জন সেনা নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। যদিও তারা তাদের যোদ্ধাদের হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি।
/এআই
Leave a reply