চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

|

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে শনিবার এ ঘোষণা দিয়েছেন দিশানায়েকে। রোববার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম লঙ্কা নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে পড়ে শ্রীলংকা। তখন তাদের মোট যে পরিমাণ অপরিশোধিত ঋণ ছিল তার অর্ধেকেরও বেশি শুধু চীনের কাছে। ওই সময় খাদ্য, জ্বালানি এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করার বিল পরিশোধে বৈদেশিক মুদ্রার সরবরাহ ফুরিয়ে যায় শ্রীলংকার।

ভয়াবহ সেই অর্থনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলংকা। তাদেরকে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ ঋণ দেয়ার পর আবার অর্থনীতিতে প্রাণ ফিরে এসেছে।

বামপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার দল ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। পার্লামেন্টে আগাম নির্বাচনে তার দল ভূমিধস জয় পায়।

স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের বলেছেন, আগামী মাসের মাঝামাঝি চীন সফরে থাকবো। তবে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি দিশানায়েকে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply