নওগাঁয় ৯ দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান বৈষম্যবিরোধী ছাত্রদের

|

সিনিয়ার করেসপনডেন্ট:

নওগাঁয় ৯ দফা দাবি ধরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। রোববার (২২ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।

এ সময় তারা অভিযোগ করে বলেন, নওগাঁয় দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম  অবনতি ও সন্ত্রাসীদের অবাধ তৎপরতা চলছে। কিশোর গ্যাং, চাঁদাবাজি, ছিনতাই রোধে ও সন্ত্রাসী গ্রেফতারে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। 

অবিলম্বে পুলিশের সক্রিয় ভূমিকা পালনসহ নওগাঁয় অবস্থানরত সকল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং অঙ্গসংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করে ৯ দফা দাবি তুলে ধরেন তারা। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সাদমান সাকিব, আরমান ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।

বেলা ১২ টার দিকে  আন্দোলন স্থলে  নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দীন উপস্থিত হয়ে দাবি সমূহ পূরনে  আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply