প্রিয় খেলা যখন ক্রিকেট, তখন প্রিয় ক্রিকেটার স্বপ্নের নায়কের মত। নাইনটিজের ফেভারিটরা ভক্তদের বিদায় বলেছেন আগেই, এবার পালা আর্লি টুয়েন্টিজের। কিছু শিরোনামে বাইশ গজের হিরোদের বিদায়ের সুর বেজেছে ক্রিকেটপ্রেমীদের মনে। ২০২৪ সালে বিদায় বলেছেন এমন ৬ ক্রিকেটার, যাদেরকে সাধারণের কাতারে ফেলা অসম্ভব।
তালিকায় বছরের সবশেষ নাম হিসেবে যুক্ত হয় রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেটের সাথে ১৪ বছরের গাঁটছড়া ভাঙলেন ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ৩৮ বছর বয়সী অশ্বিন দেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে নিয়েছেন ৭৬৫ উইকেট। ব্যাট হাতে করেছেন ৪৩৯৪ রান। টেস্টে ৬টি সেঞ্চুরি, যা অনেক স্বীকৃত ব্যাটারেরই স্বপ্ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া প্রথম বোলার তিনি। টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ অলরাউন্ডার আর তার সময়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তকমা নিয়ে বিদায় নেয়াটাকে বলা হচ্ছে অভিমানের।
বছরের মাঝামাঝিতে অবসর ঘোষণার শুরুটা হয় ইংলিশ পেস বোলিং লেজেন্ড জেমস এন্ডারসনের মাধ্যমে। ২১ বছর আগে সাদা পোশাকে লাল বল হাতে ছুটে চলার শুরু। ৪২ ছোঁয়া এন্ডারসন যখন লর্ডসে শেষবারের মত হাতে নিলেন লাল বল, তখন ৭০০ উইকেট তার নামের পাশে। আভিজাত্যের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল পেসারের বিদায়ে স্যালুট দিয়েছিলো গোটা ক্রিকেট বিশ্ব।
আরেক কিংবদন্তি পেসার টিম সাউদি ঘরের মাঠ হ্যামিল্টনে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার এক মাস আগেই জানিয়েছিলেন ইতি টানছেন তার অধ্যায়ের। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে কমপক্ষে ৩০০, ওয়ানডেতে ২০০ এবং টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়া একমাত্র বোলার টিম সাউদি। কিউইদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯১ উইকেট নেয়া সাউদি ব্যাট হাতে টেস্টে হাঁকিয়েছেন ৯৮ ছক্কা। বিদায় বেলায় সাক্ষী হয়েছেন কিউইদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের।
অস্ট্রেলিয়ার সিগনেচার হলুদ পোশাক, কিংবা আভিজাত্যের সাদা। একসময়ের দাপুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। টেস্টকে বিদায় বলেছিলেন গত গ্রীষ্মেই। সবশেষ টি-২০ বিশ্বকাপের পর ইতি টানলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের। তিন ফরম্যাটে জাতীয় দলের হয়ে ১৯ হাজারের কাছে রান করা ওয়ার্নির বিদায় হয়েছে নীরবেই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলে জায়গা হয়নি অলরাউন্ডার মঈন আলীর। নিজের শেষ দেখে ফেলায় ৩৭ বছর বয়সী মঈন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দিলেন অবসরের ঘোষনা। ইংল্যান্ডের হয়ে সাড়ে ছয় হাজারের উপর রান, সাড়ে তিনশ’র ওপর উইকেট নামের পাশে লিখে যাওয়ার সময় বলে গেলেন, সময়টা এখন নতুন প্রজন্মের।
আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টেনেছেন সাবেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ভারতের হয়ে ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন এই তারকা ব্যাটার।
/এমএইচআর
Leave a reply