পটুয়াখালীতে সিএনজি-অ্যাম্বুলেন্স সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

|

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফল উপজেলায় অ্যাম্বুলেন্সের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিতে থাকা এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার ভুবন সাহার কাচারি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিলন হাওলাদার। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে সিএনজিতে করে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। পথিমধ্যে ভুবন সাহার কাচারি নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিলনসহ আরও চারজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনার পর অ্যাম্বুলেন্স ও সিএনজির চালক পলাতক রয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply