চ্যাম্পিয়নস ট্রফি: নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ!

|

চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি প্রকাশ করেছে আয়োজক দেশ পাকিস্তানের গণমাধ্যমগুলো। যেখানে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।

এবারের আসর শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি আর পর্দা নামবে ৯ মার্চ। উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি লড়বে ভারত-বাংলাদেশ।

এছাড়া দেশটির গণমাধ্যমে বলা হয়েছে বহুল প্রতিক্ষিত ভারত-পাকিস্তানের মহারণ হবে ২৭ ফেব্রুয়ারি। তবে রোহিতদের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। সেই অনুযায়ী দুবাইয়ে হওয়ার কথা ম্যাচগুলো। পাকিস্তানে অনুষ্ঠিত ম্যাচগুলো গড়াবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে।

এদিকে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হতে পারে যথাক্রমে ৪ ও ৫ মার্চ। যেকোনো একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানে। অপরটি নিরপেক্ষ ভেন্যুতে।

উল্লেখ্য, ৯ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply