Site icon Jamuna Television

চ্যাম্পিয়নস ট্রফি: নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ!

চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি প্রকাশ করেছে আয়োজক দেশ পাকিস্তানের গণমাধ্যমগুলো। যেখানে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।

এবারের আসর শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি আর পর্দা নামবে ৯ মার্চ। উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি লড়বে ভারত-বাংলাদেশ।

এছাড়া দেশটির গণমাধ্যমে বলা হয়েছে বহুল প্রতিক্ষিত ভারত-পাকিস্তানের মহারণ হবে ২৭ ফেব্রুয়ারি। তবে রোহিতদের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। সেই অনুযায়ী দুবাইয়ে হওয়ার কথা ম্যাচগুলো। পাকিস্তানে অনুষ্ঠিত ম্যাচগুলো গড়াবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে।

এদিকে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হতে পারে যথাক্রমে ৪ ও ৫ মার্চ। যেকোনো একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানে। অপরটি নিরপেক্ষ ভেন্যুতে।

উল্লেখ্য, ৯ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

/এমএইচআর

Exit mobile version