নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

|

নোয়াখালী করেসপনডেন্ট:

কুমিল্লার সাথে নয়, নোয়াখালী নামেই আলাদা বিভাগ বাস্তবায়নের দাবিতে আবারও মাঠে নেমেছে ‘বৃহত্তর নোয়াখালী’। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত নোয়াখালীবাসী ।

রোববার (২২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের  সামনে এ দাবিতে মানববন্ধন, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি।

মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল বলেন, ইতিহাস, ঐতিহ্য ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ দুইশ বছরের পুরনো জেলা নোয়াখালী। ঐতিহ্যবাহী এই জেলাটি  বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখে।

তিনি বলেন, ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের দাবিদার।

/এনকে 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply