স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে সাড়ে চারটার দিকে সাতটি ইউনিটের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে এখনও নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহটি পুরুষ ব্যক্তির বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, রোববার দুপুর ২টার দিকে হঠাৎ এম এন্ড ইউ ট্রিমস নামে ওই কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কারখানার ভেতর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুর ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তবে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের কারণে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসে। সাতটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি দেখে পুরুষের বলে মনে হচ্ছে। তবে এখনও নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
/আরএইচ
Leave a reply